বিনোদন প্রতিবেদক : চিত্রপরিচালক আনোয়ার সিরাজী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার হৃদক্রিয়ায় আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। রাজধানীর জাতীয় হৃদরোগ রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
চিত্রনাট্যকার এম এ শহিদ জানান, আনোয়ার সিরাজী বর্তমানে ৪র্থ তলার ৬ নং ওয়ার্ডে ডা. খন্দকার শহিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। দু-একদিনের মধ্যে তার এনজিওগ্রাম করাতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকেও সার্বক্ষণিক তার খোঁজখবর রাখা হচ্ছে। এ প্রসঙ্গে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আনোয়ার সিরাজির খোঁজখবর নিচ্ছি। আমরা তার জন্য সবার কাছে দোয়া চাই।’
আনোয়ার সিরাজী বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি অভিনয় করেন। এছাড়া তিনি আবৃত্তিকারও। ‘শয়তানের আজরাঈল’, ‘সোনার ময়না পাখি’, ‘অরুণ শান্তি’, ‘কমিশনার’ শিরোনামের সিনেমা নির্মাণের জন্য পরিচিত তিনি।