বিনোদন ডেস্ক :‘প্রিয় প্রযোজক, পরিচালক এবং কনসার্টের আয়োজক—আমি আমার সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে সামাজিক বিচ্ছিন্নকরণ সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ। আশা করছি, বিষয়টি আপনারাও বুঝতে পেরেছেন। ধন্যবাদ’—শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান তার ভেরিফায়েড ফেসবুকে কথাগুলো লিখেছেন।
বিশ্বের ১৬৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এ ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭ হাজার ৯৮৪ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৪১২ জন। গতকাল পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১০ জন। ঠিক এই পরিস্থিতিতে কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, বাসায় স্বেচ্ছাবন্দি রয়েছেন এ তারকা।
জানা যায়, আজ বুধবার তাহসানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও তার নাটকের শুটিং ছিল। কিন্তু পরিচালকদের নিজের অপারগতার কথা জানিয়েছেন। তার ভাষায়—‘এখন কাজের সময় নয়, নিজেদের বাঁচানোর সময়’।