শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার চালুর প্রস্তাব, স্পিকারের নেতৃত্বে কমিটি

  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার চালুর প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দিতে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার।

গত ১৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করে আদেশ জারি করা হয়। ১৬ সদস্যের এই কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতির পিতার নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন সম্পর্কিত প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বাংলাদেশ ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

এছাড়া সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক কমিটিদে সদস্য হিসেবে রয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এ কমিটিকে সার্বিক সহায়তা দেয়ার বিষয়ে আদেশে উল্লেখ করা হয়েছে।
গত ১৭ মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়ে মুজিববর্ষ পালন করছে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com