ক্রীড়া ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত ২০২০ টোকিও অলিম্পিক সময়মতো হবে তো! এমন শঙ্কা ছিল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। সেই শঙ্কাই সত্যি হতে যাচ্ছে। ২০২১ সাল পর্যন্ত স্থগিত হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস।
গতকাল সোমবার দিবাগত রাতে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পাউন্ড।
পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে পাউন্ড বলেছেন, ‘আইওসির কাছে যে তথ্য রয়েছে তাতে করে এটা বলা যায় যে টোকিও অলিম্পিক পেছানোর সিদ্ধান্ত হয়ে আছে। যদিও এটা এখনো নিশ্চিত হয়নি। তবে আমি যতটুকু জানি যে অলিম্পিক গেমস ২৪ জুলাই শুরু হচ্ছে না। পেছানোর সিদ্ধান্ত দ্রুতই আসবে। আমরা টোকিও অলিম্পিক গেমস পেছাচ্ছি।’
এর আগে বিশ্বযুদ্ধের কারণে পিছিয়েছিল অলিম্পিক গেমস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম পেছাতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। করোনাভাইরাস যেভাবে বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে তাতে ভাইরাসটি বিশ্বযুদ্ধের চেয়ে কম নয়।
বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে (১৬১০০)। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১ হাজার ৬৪ জন।
তথ্যসূত্র : বিবিসি