বিনোদন ডেস্ক:‘করোনাভাইরাসের ভয়াল থাবা মানুষকে দিশেহারা করেছে, তেমনি সচেতনও করেছে। মানুষ হাজার বছর ধরে পৃথিবীর নানা দুর্যোগ মোকাবেলা করে বেঁচে আছে এবং থাকব’—দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রকোপ প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেতা-নির্মাতা সালাউদ্দিন লাভলু।
বিশ্বের ১৯৭টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সারা বিশ্বে ১৯ হাজার ৭৬৮ জন মারা গেছেন।গতকাল বুধবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন। মারা গেছেন ৫ জন। আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। এমন উদ্ভূত পরিস্থিতিতে শঙ্কিত দেশবাসী। এ শঙ্কা বিরাজ করছে শোবিজ অঙ্গনেও।
ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু সবাইকে চিকিৎসকের নিয়ম মানার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, নিয়ম-নীতি মেনে জীবন-যাপন করুন। আপাতত কিছু দিনের জন্য সামাজিক মেলামেশা বন্ধ রাখুন। আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত পানি পান করুন। সেই সঙ্গে চা এবং প্রোটিন জাতীয় খাদ্য খান।’
এই দুঃসময়ে হতাশ নন সালাউদ্দিন লাভলু। আশা ব্যক্ত করে এ নির্মাতা বলেন, ‘আমরা সাহসী জাতি। সারা জীবন বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করেছি। দুর্যোগ মোকাবেলার শক্তি আমাদের আছে। আমরা যদি নিয়ম মেনে চলতে পারি, তাহলে ভয়াবহ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে পারব এবং জয়ী হবো।’