অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট রোগটি প্রতিরোধে জাপানের এভিগান অনেকটা আশার আলো দেখাচ্ছে। দেশটির ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড উৎপাদন করছে ওষুধটি।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওষুধটি প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে করোনায় আক্রান্ত বাংলাদেশিরা সীমিত আকারে বিনামূল্যে এটি পাবে।
জাপানের টোকিও’তে অবস্থিত বাংলাদেশ মিশনের কাউন্সেলর এবং দূতালয় প্রধান (এইচওসি) ড. জিয়াউল আবেদিন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ওষুধটির কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়াসহ সার্বিক বিষয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। তৃতীয় ধাপের পরীক্ষা শেষে কম-বেশি ৫০টি দেশকে সীমিত আকারে এ ওষুধ দেবে জাপান। কমবেশি ৫০টি দেশে করোনা আক্রান্তের ঘটনায় এভিগান ব্যবহারের ফলাফলগুলো একত্র করে ওষুধটির কার্যকারিতা যাচাই করা হবে।
এরপর যদি দেখা যায়, করোনার আগ্রাসী আক্রমণ ঠেকাতে এভিগান কার্যকর, তখনই ওষুধটি প্রচুর পরিমাণে উৎপাদন করবে জাপান।
তবে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, কখনোই বাণিজ্যিকভাবে এ ওষুধ উৎপাদন করবে না তারা।