বিনোদন ডেস্ক : লকডাউনের দিনে ঘরেই নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনায় ‘ঝড় থেমে যাবে একদিন’ শিরোনামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন টলিউডের অভিনেতা-নির্মাতা অরিন্দম শীল।
করোনাভাইরাস সচেতনতা তৈরি ও টলিউডের দৈনিক মজুরিতে কাজ করা কলাকুশলীদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে এটি নির্মিত হয়েছে। গতকাল মঙ্গলবার ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ঘরে বসে কীভাবে সিনেমাটি নির্মিত হয়েছে তা জানিয়ে অরিন্দম শীল বলেন, প্রথমে সব ফ্রেম ঠিক করে ভিডিও কনফারেন্সে সবাইকে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক তেমনভাবে সব অভিনয়শিল্পীরা শুট করে ফোনে পাঠিয়ে দেন। কিন্তু তারপরও কিছু অসুবিধা হলে আবারো শুট করিয়ে নিয়েছি।
সিনেমাটিতে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা পরাণ ব্যানার্জি। প্রথমে তিনিই তার অংশের শুট করে অরিন্দমকে পাঠান। বিষয়টি উল্লেখ করে এই নির্মাতা বলেন, আমাদের সবার সিনিয়র পরাণদা উৎসাহী হয়ে প্রথমেই নিজের শটটি পাঠিয়ে দেন। এই আতঙ্কের মধ্যেও আমরা এক পরিবারের মতো রয়েছি, এটা তো সকলকে অনেকটা ভরসা জোগাচ্ছে। এতে বুম্বাদাও (প্রসেনজিৎ) কাজ করেছেন। অনেকদিন বুম্বাদার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু হয়ে উঠছিল না, সেটা এবার পূরণ হলো।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চ্যাটার্জি, রুক্মিণী মৈত্র, পরমব্রত প্রমুখ।
সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবীর সুমন। গানটির কথাও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।