মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দলীয়করণের কারণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক পদ্মা ব্যাংককে একীভূত করবে না, জানা‌ল এক্সিম ব্যাংক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান ঢাকাকে কাঁদিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর মিয়ানমারের আরেক রাজ্যের নিয়ন্ত্রণ নিলো বিদ্রোহীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াত-স্পেশালাইজড ইউনিট ৬ সংস্কার কমিশন শিগগিরই প্রস্তাব জমা দেবে: বদিউল আলম আওয়ামী স্বৈরাচারের  ১৭ বছরের নির্যাতন ভূলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভূলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক

করোনায় মারা যাওয়া ডাক্তারকে ‘স্যালুট’ মাশরাফির

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ২২৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মহামারিতে। আর মৃতের সংখ্যাও ছুঁয়েছে পঞ্চাশ। এর মধ্যে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের একজন ডাক্তার।

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন দেশের এই ক্রান্তিকালেও ভুলেননি নিজের রোগীদের। নিজেকে আত্মোৎসর্গ করেছেন তাদের জন্য। ফলাফল ৫ এপ্রিল হয়েছেন করোনা আক্রান্ত। এর দিন দশেকের মধ্যে পাড়ি জমিয়েছেন পরপারে। আর তাকে ‘স্যালুট’ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দিয়েছেন একটি বিবৃতি।

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফি ডাঃ মঈনের একটি ছবি দিয়েছেন। যে ছবিতে লেখা আছে, ‘হিরোরা কখনো মরে না, যারা তাদের দেখানো পথে এগিয়ে যাবে তাদের মনে এবং হৃদয়ে বেঁচে থাকবেন তারা।’ এই ছবির সঙ্গে দিয়েছেন নিজের বিবৃতি। মাশরাফির দেওয়া বিবৃতি হুবহু তুলে ধরা হলো রাইজিংবিডি’র পাঠকদের জন্য,

‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডাঃ মোঃ মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মত।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন।

মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে।

আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি- “স্যালুট”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com