নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেথ হাসিনা বলেছেন , ‘সারা বিশ্ব আজ এ ভাইরাসের কারণে আতঙ্কিত। ২৫০ কোটি মানুষ ঘরবন্দি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত। কোথাও কারফিউ জারি হচ্ছে, লকডাউন হচ্ছে। আমরাও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। মানুষের কল্যাণের কথা চিন্তা করে মুজিববর্ষের অনুষ্ঠান, পহেলা বৈশাখের অনুষ্ঠান, ২৬ মার্চের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হচ্ছে। যখন যেটা হচ্ছে তা জানানো হচ্ছে। সবাই সচেতন হলে এটা মোকাবিলা সম্ভব।