বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে অন্য দেশগুলোর মতো ভারতেও এখন লকডাউন চলছে। আগামী ৩ মে পর্যন্ত এটি চলবে। এর জন্য দেশটির সকল সিনেমা হল বন্ধ রয়েছে।
সিনেমা হলগুলো বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। আর্থিক ক্ষতির পাশাপাশি কতদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চতায় তারা।
এদিকে লকডাউন ওঠে গেলেও সিনেমা হলগুলো কীভাবে চলবে তা নিয়ে ভার্চুয়াল কনফারেন্স করেছেন প্রযোজক, পরিবেশক ও হল মালিকরা। এ প্রসঙ্গে একজন পরিবেশক বলেন, ‘দর্শকদের মনে ভয়ের বিষয়টি নিয়েই বেশি আলোচনা হয়েছে। কোনো নির্দেশনা দেওয়া না হলেও প্রেক্ষাগৃহগুলোতে সতর্কতা অবলম্বন করা হবে। সামাজিক দূরত্ব মেনে সিটগুলোর মাঝে ফাঁকা রাখা হবে। মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক থাকবে। এছাড়া স্টাফদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হবে।’
হল মালিকদের মতে, লকডাউনের পর সিনেমা হলের দৃশ্যগুলোই সবচেয়ে বড় বিষয় হয়ে দাাঁড়াবে। প্রথম কয়েক মাস ব্যবসায় মন্দা ভাব থাকবে।
অন্যদিকে দিল্লির একজন সিনেমা পরিবেশক মনে করছেন, সরকার ও প্রযোজকদের উচিত এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো।