নিজস্ব প্রতিবেদক : রাতভর মৃদু গরমের পর রাজধানী ঢাকায় বুধবার (৬ মে) সকালে মুষুলধারে বৃষ্টি নামে।
ভোর ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়ার সঙ্গে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে ঘণ্টাখানেক ভারী বৃষ্টিপাত হয়। এতে মহানগরীতে গরম কেটে গিয়ে ঠান্ডা অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ভোরে ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। বিকেলের দিকে আবার বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি বয়ে যেতে পারে। এ সব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।