রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আইসিসির চোখে বাংলাদেশের সেরা পাঁচ স্মরণীয় মুহূর্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৮৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের সেরা পাঁচ স্মরণীয় মুহূর্ত বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল বুধবার আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সেরা পাঁচ স্মরণীয় মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে। ম্যাচগুলোর গুরুত্বপূর্ণ মুহূর্ত, অসাধারণ পারফরম্যান্স ও বাংলাদেশের সাফল্যর ক্ষণ দারুণভাবে ফুটে উঠেছে ভিডিওতে।

আইসিসির চোখে বিশ্বকাপে বাংলাদেশের সেরা মুহূর্ত ’৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো। সাউদাম্পটনে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ। দুর্বার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিজয়ের পতাকা উড়ায়। আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদীন নান্নুদের দলটি প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগের ম্যাচেই বাংলাদেশ হারায় স্কটল্যান্ডকে।

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানো ছিল স্মরণীয় জয়ের একটি। আইসিসির চোখে এটি দ্বিতীয় সেরা মুহূর্ত। তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ও আশরাফুলের দলটি ভারতের সর্বকালের সেরা দলকে বিশ্বকাপে হারায়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে সেবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া।

২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ হারায় ইংল্যান্ডকে। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ২০১০ সালে মাশরাফির দল ইংল্যান্ডকে প্রথম হারায়। পরের বছরই বিশ্বকাপে ইংলিশদের পরাজিত করে বাংলাদেশ। শেষ দিকে শফিউলের নায়কোচিত ব্যাটিং ও মাহমুদউল্লাহর দায়িত্বশীল ইনিংসে স্বাগতিক দল দুর্দান্ত জয় পায়।

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি এখনও তরতাজা। মাহমুদউল্লাহ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন। রুবেল হোসেন বল হাতে আগুণ ঝরিয়ে পেয়েছিলেন ৪ উইকেট। সাথে মাশরাফি, তাসকিন, মুশফিক, সাকিবদের অবদান তো ছিলই। সব মিলিয়ে দলগত নৈপূণ্যে অ্যাডিলেডে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া দুটি জয়কে আইসিসি পঞ্চম ও তৃতীয় স্থানে রেখেছে।

এছাড়া চতুর্থ স্থানে রয়েছে ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয়। সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর দারুণ ব্যাটিংয়ে বিশাল লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে মুস্তাফিজ, মিরাজ, সাইফউদ্দীনদের দারুণ বোলিংয়ে বিজয়ের পতাকা উড়ায় বাংলাদেশ। বিশাল জয়ে বিশ্বকাপ শুরু হলেও শেষটা ছিল বিষাদময়।

সেমিফাইনালের আশা নিয়ে লড়াই শেষ করলেও বাংলাদেশ শেষ চারে যেতে পারেনি। নয় ম্যাচে বাংলাদেশ জিতেছিল তিনটি ম্যাচ। পাঁচটিতে হেরেছিল। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাশরাফির দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com