জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এ বিষয়ে সরকারিভাবে চালু হওয়া corona.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে দেশের ৬০ লাখ নাগরিক সেবা নিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১০ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ তথ্য জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে মা দিবসের শুভেচ্ছা জানান। করোনা মোকাবিলায় গত ৬০ দিনে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কৃষি ও সরবরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রদত্ত বিভিন্ন সেবা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের পরামর্শে ডিজিটাল বাংলাদেশের সেবা দেশের ১৬ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আইসিটি বিভাগ নিরন্তর কাজ করছে। বর্তমানে দেশের মানুষ প্রধানমন্ত্রী গৃহীত বাস্তবমুখী পদক্ষেপের কারণে ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে।’
তিনি জানান, corona.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ৬০ লাখ নাগরিক সেবা গ্রহণ করেছেন। হটলাইন ৩৩৩ এর মাধ্যমে এ পর্যন্ত ৭০ লাখ লোক কল করে সেবা গ্রহণ করেছেন। করোনা বিষয়ে কল এসেছে ১৬ লাখ। এর সাথে চারজন চিকিৎসক সংযুক্ত থেকে চিকিৎসাসেবা দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১ হাজার উদ্যোক্তা হটলাইনের মাধ্যমে সহায়তা প্রদানের জন্য সম্পৃক্ত রয়েছে। হটলাইনের মাধ্যমে খাদ্য সহায়তা চেয়েছে, এমন প্রায় ৩০ হাজার পরিবারকে খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে।
মানবিক সহায়তা প্রদানের জন্য ৫০ হাজার নাগরিকের ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম অডিটর ক্রাউডিং ফর্ম তৈরি করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আইসিটি বিভাগ সব সময় প্রস্তুত আছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সংযুক্ত হয়ে করোনাসংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা দেওয়ার জন্য আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।