শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন একদিনের বেতন দিলো ত্রাণ তহবিলে

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ১৮৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুপ্রেরণায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

রোববার (১০ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা।

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল চৌধুরী উপস্থিত ছিলেন। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

বাংলাদেশের অধস্তন আদালতের সব পর্যায়ের বিচারকদের সংগঠন হলো বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

এদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অ্যাসোসিয়েশনের সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com