অর্থনৈতিক প্রতিবেদক : করোনা প্রতিরোধে চলমান সাধারণ ছুটির মধ্যে ১০দিন কাজ করলে এক মাসের সমপরিমাণ বেতন পাচ্ছেন ব্যাংকাররা। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি কাজ করলে প্রতিদিন যাতায়াত ভাতা হিসেবে বাড়তি ৭০০ টাকা করে পাবেন তারা।
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে সম্প্রতি এমন নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী ১০ কার্যদিবসের অধিক স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলেও তিনি এক মাসের সমপরিমাণ বিশেষ প্রণোদনা ভাতার অধিক প্রাপ্য হবেন না। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি স্বশরীরে অফিস করলে অতিরিক্ত প্রতিদিনের জন্য ৭০০ টাকা যাতায়াত ভাতা পাবেন।
সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে যারা নিজের জীবন এবং পরিবারকে ঝুঁকিতে রেখে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন তাদের বিশেষ স্বাস্থ্য বীমা সুবিধা ও অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।