ক্রীড়া ডেস্ক : করোনার এই মহামারির সময়ে মানুষকে কিছুটা বিনোদিত করতে, আতঙ্ক-ভয় থেকে মুক্ত রাখতে অনলাইনে লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইতিমধ্যে অনেক তারকা-মহাতারকা যোগ দিয়েছেন ‘লাইভ আড্ডা উইথ তামিম’ এর অনুষ্ঠানে।
আগের দিন সৌম্য, মুমিনুল, লিটন ও তাইজুলের সাথে আড্ডা শেষে তামিম ঘোষণা দিয়েছিলেন চমক আসছে। সবার অনুরোধ রাখতে হাজির করবেন বিশেষ এক অতিথিকে। জানিয়েছেন, তাকে দেখে খুশি হবেন সবাই। তামিম তাঁর কথা রেখেছেন। এবার এই অনুষ্ঠানের মাত্রা আরও বাড়িয়ে তুলতে তামিম হাজির করছেন বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা তারকা, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে।
তামিম আগের শো’য়ের শেষাংশে বলেছিলেন, ‘আমার পরবর্তী শো’তে খুবই একজন বিশেষ অতিথি আসবে। যেটা দেখে আপনারা অবশ্যই খুবই অবাক হবেন। তবে অনেক খুশিও হবেন। অনেকে তাঁর ব্যাপারে আমাকে অনুরোধ করেছেন। তাই কে আসবে, সেটা আপনাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিবো।’
অবশেষে তামিম তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, ১৮ মে রাত ১০:৩০ তাঁর লাইভ আড্ডায় আসবেন কোহলি।
তামিম এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবের মধ্যে সাকিব ছাড়া মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে আড্ডায় মেতেছেন। জুনিয়রদের মধ্যে তাসকিন ও রুবেলকে নিয়ে করেছেন আরেকটি লাইভ সেশন।
এরপরে লাইভে ছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন। এর পরের দুটি পর্বে তামিমের আড্ডায় যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসি ও ভারতীয় ওপেনার রোহিত শর্মা।