ডেস্ক: করোনা মহামারীর মধ্যেই প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।
ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চক্র যেন বেড়েই চলেছে মালয়েশিয়ায়। সেই সঙ্গে বৈধ হতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে দিশেহারা কাগজপত্রহীন অবৈধ বাংলাদেশিরা।
তবে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দীর্ঘদিন থেকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের বৈধকরণ ঘোষণা না আসায় দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। ফেসবুকে বিভিন্ন ধরণের ভুয়া ভিসার চটকধারী বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে লোভনীয় বৈধকরণের অফার দিয়ে ব্ল্যাক মেইল করছে প্রতারক চক্র।
সেই সাথে নারী প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব প্রবাসীর সংখ্যাও বাড়ছে। অনেক সময় বুঝে উঠতে পারেন না চক্রটির প্রতারণার কৌশল। তাদের যা বলা হচ্ছে, অন্ধের মতো তাই বিশ্বাস করছেন। ফলে এর সুযোগ নিচ্ছে ওঁৎ পেতে থাকা ভিসার দালাল চক্র। পাসপোর্টসহ টাকা-পয়সা দিয়েও এখনো ভিসা না মেলায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।
চক্রের ফাঁদে পড়া এক প্রবাসী বলেন, ‘দেশ থেকে আসার সময় অনেক দেনা করে এসেছিলাম। এখন দালালরা টাকা ও ভিসা দিচ্ছে না।’
চক্রের ফাঁদে পড়া অপর এক প্রবাসী বলেন, ‘দালাল চক্রগুলো মালয়েশিয়ায় বিভিন্ন অফিস খুলে সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।’
বিদেশে প্রবাসীদের এসব কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেন জানান এক কমিউনিটি নেতা।
মালয়েশিয়া কমিউনিটি নেতা রাশেদ বাদল বলেন, ‘প্রতারকের শিকার হয়ে অনেক প্রবাসী ছেলেরা খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আমি অনুরোধ করবো তাদের কাছে যেন এসব খারাপ কাজের কর্মকাণ্ড করে দেশের সুনাম ক্ষুণ্ণ না করে।’
জীবিকার তাগিদে গৃহ পরিজন ছেড়ে আসা এসব সরলমনা প্রবাসীদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ হারিয়ে নিঃস্ব এখন অনেকেই। ভুক্তভোগী এসব প্রবাসীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার মত প্রযুক্তি বিশেষজ্ঞদের।