সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ছাড়াল

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২০৬ বার পঠিত

সিটিজেন নিউজ ,ডেস্ক:  বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্চ সেন্টারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ৩ লাখ ৪৫ হাজার ৩৬ মানুষ। আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৬ হাজার ৫৩৭ জন।

আক্রান্ত ও মৃতের তালিকায় আগ থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৭১১ জনে। আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৩ হাজারের অধিক।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পর আছে ব্রাজিল ও রাশিয়া। দেশ দুইটিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ লাখ ৬৩ হাজার ২১১ এবং তিন লাখ ৪৪ হাজার ৪৮১ জন। মারা গেছেন ২২ হাজার ৬৬৬ জন এবং ৩ হাজার ৫৪১ জন।

এরপর মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ৩৬ হাজার ৭৮৫ জন। আক্রান্তের তালিকায় তার অবস্থান চতুর্থ, দুই লাখ ৬০ হাজার ৯৬১ জন।
মৃতের তালিকায় ইতালি তৃতীয়, ৩২ হাজার ৭৮৫। আক্রান্তের তালিকায় দেশটি চতুর্থ, দুই লাখ ২৯ হাজার ৮৫৮ ছাড়িয়েছে।

এরপর স্পেন ও ফ্রান্সে মারা গেছে যথাক্রমে ২৮ হাজার ৭৫৭ জন এবং ২৮ হাজার ৩৭০ জন। আক্রান্তের সংখ্যায় স্পেন ২ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে এবং ফ্রান্সে এক লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com