বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

তিন মাসে দেশে ধর্ষণের ঘটনা ১৭৭

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

আইন প্রতিবেদক,সিটিজেন নিউজ: এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে সারাদেশে ১৭৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ‘আমরাই পারি’ (উই ক্যান) নামে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট। বুধবার (২২ মে) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। তিন মাসে পত্রপত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি জরিপ প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে তারা।

জরিপ প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১৭৭ জন। এছাড়া হত্যা ১০৭টি, আত্মহত্যা ২৩টি, যৌন হয়রানি ২৯টি, বাল্য বিবাহ ২৬টি, পারিবারিক নির্যাতন ৮টি, শিশু নির্যাতন ৪টি, এসিড সন্ত্রাসের ঘটনা ৬টি, অপহরণ ৬টি এবং অন্যান্য ঘটনা ৫৬টি সহ মোট ৪৪২টি ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনা সবেচেয়ে বেশি ঘটেছে শিশুর প্রতি। এই সংখ্যা ৮৬টি। এছাড়া, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৪টি।

বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে ঢাকায় নির্যাতনের সংখ্যা বেশি। তিন মাসে ঢাকায় ২০৯টি, চট্টগ্রামে ৫৩টি, বরিশালে ৪৯টি, রাজশাহীতে ৩৬টি, খুলনাতে ৩৩টি, রংপুরে ২৪টি, ময়মনসিংহে ২০টি এবং সিলেটে ১৮টি নির্যাতনের ঘটনা ঘটেছে।

এতে আরও বলা হয়, নির্যাতনের ১১৮টি ঘটনা পরিবারের মধ্যে হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে ৫টি, শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি, গণপরিবহনে ৫টি, পাবলিক এলাকায় ৫টি, হোটেলে ৪টি, অনুল্লিখিত জায়গা ১৮টি, প্রতিবেশীর দ্বারা ৪৪টি এবং অন্যান্য ২২৫টি পরিসরে নির্যাতনের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com