বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বিহারের মোজাফফরপুরে মামলা দায়ের হয়েছে।
প্রযোজক একতা কাপুর, অভিনেতা সালমান খান, নির্মাতা করন জোহর ও সঞ্জয়লীলা বানসালিসহ মোট আট জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন সুধির কুমার ওঝা নামের একজন অ্যাডভোকেট।
এদিকে ফটোশেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মামলার খবরটির লিংক প্রকাশ করেন একতা কাপুর। ক্যাপশনে লেখেন, ‘সুসিকে (সুশান্ত) সিনেমায় কাস্টিং না করার জন্য মামলা করায় ধন্যবাদ। কিন্তু আমিই তাকে অভিনয়ে সুযোগ দিয়েছিলাম। আমার হতাশার সীমা ছাড়িয়ে গেছে, একটা ঘটনাকে কীভাবে জটিল করা যায়! দয়াকরে পরিবার ও বন্ধুদের একটু শোক পালন করতে দিন। সত্য বেরিয়ে আসবেই। কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না!’
একতা কাপুরের প্রযোজনায় ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় সুশান্তের অভিষেক হয়। এতে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এই ধারাবাহিকে মানব দেশমুখ চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সুশান্ত। পাশাপাশি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পান।
সোমবার (১৫ জুন) সুশান্তের শেষকৃত্যে হাজির হয়েছিলেন কৃতি স্যানন, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, বিবেক ওবেরয়সহ অনেকে। একতা কাপুরও সেখানে উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে সুশান্তকে বিদায় জানান তিনি।