এম,পারভেজ : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে প্রমি এ্যগ্রো ফুডস লি:এর চেয়ারম্যান এনামুল হাসান খান সহিদ (সি আই পি) সন্ত্রাসী হামলায় আহত হন এবং তার গাড়ি ভাঙ্ঘচুর করে মৃদুলের নের্তৃত্বে একদল ঠেলা গাড়ি চালক। উক্ত ঘটনায় প্রমি গ্রুপের পক্ষে উত্তরা পৃর্ব থানায় একটি অভিযোগ করা হয়।
একই ঘটনাকে কেন্দ্র করে তিন দিন পর নাজমুলের নের্তৃত্বে আব্দুল্লাহপুরের ভেড়ি বাঁধের মাথায় দুই পাশে ৫০/৬০টি দোকান ভাঙ্ঘচুর ও দোকানের মালামাল ,নগদ টাকা সহ ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি সাদনের অভিযোগ এনে দোকান মালিকদের পক্ষে মো. সাইফুল ইসলাম উত্তরা পুর্ব থানায় লিখিত অভিযোগ করেন।
জানা যায়, নিজের ব্যক্তিগত কাজে প্রমি এ্যগ্রো ফুডস লি:এর চেয়ারম্যান এনামুল হাসান খান সহিদ (সি আই পি)তার ব্যক্তিগত গাড়ি নিয়ে উত্তরা যাওয়ার পথে আব্দুল্লাহপুর ভেড়িবাঁধে আম ব্যবসায়ী আরমান হোসেন একন এর ভ্যান –তার গাড়িকে ধাক্কা দেয় । এতে প্রমি গ্রুপের চেয়ারম্যানের গাড়ির ক্ষতি হয়। বিষয়টি নিয়ে গাড়ির ড্রাইভারের সাথে ভ্যান চালকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃদুল তার লোকজন নিয়ে এসে ভ্যান চালকের পক্ষ নিয়ে প্রমি গ্রুপের চেয়ারম্যানের গাড়ির ড্রাইভারকে মারধর করেন। ড্রইভারকে মারতে দেখে গাড়িতে বসা প্রমি গ্রুপের চেয়ারম্যান নেমে বিষয়টি শান্ত করার চেষ্টা করতে চাইলে মৃদুল সহ তার লোকেরা ক্ষিপ্ত হয়ে প্রমি গ্রুপের চেয়ারম্যানের উপর হামলা করে, এতে তার হাত ভেঙ্গে যায় এবং তিনি আহত হন।
সুত্রে আরো জানা যায়, বিষয়টি ফয়সালা করার জন্য উত্তরা পুর্ব থানার আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন ও উত্তরার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিনকে প্রমি গ্রুপের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এমন অপ্রিতিকর ঘটনার কোন সুরাহা না হওয়ায় তিন দিন পর পুর্ব শত্রুতার জের ধরে আব্দুল্লাহপুর এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে নাজমুল তার পালিত বাহিনি নিয়ে প্রমি গ্রুপের পক্ষ হয়ে নিরিহ দোকানদারদের উপর হামলা করে ৫০টির মত দোকান ভাঙ্ঘচুর ও নগদ অর্থসহ মালামাল লুটপাট করেন বলে জানায় সেখানকার দোকানদাররা। তারা প্রমি গ্রুপের চেয়ারম্যানের উপর হামলা ও তার গাড়ি ভাঙ্ঘচুরের বিষয়ে কিছুই জানেন না বলে দাবী করেন।
বিষয়টি নিয়ে আব্দুল্লাহপুর ভেড়িবাঁধ এলাকার ক্ষতিগ্রস্থ্য দোকানদারদের পক্ষে সাইফুল বলেন, ভাই আমরা নিরিহ দোকানদার, প্রমি গ্রুপের চেয়ারম্যনের সাথে আমাদের কোন বিরোধ নেই । আমরা প্রমি গ্রুপের চেয়ারম্যানের উপর হামলার বিষয়ে কিছুই জানি না। ওনার সাথে যে ঘটনা ঘঠেছে বিষয়টি খুবই দু:খজনক। আমরা মিমাংসার মাধ্যমে দোকানদারদের ক্ষতিপুরন চাই।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রমি গ্রুপের চেয়ারম্যানের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।