বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অস্ত্র মেলা শুরু হচ্ছে ভিয়েতনামে ২৫ ডিসেম্বর বাচসাস পরিবার দিবস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন অন্তর্বর্তী সরকারের সময়ে ২৬ শতাংশ বেড়েছে রেমিট্যান্স: আসিফ নজরুল সাদপন্থিদের ধৈর্য ধরতে বললেও কথা রাখেনি : হাসনাত আব্দুল্লাহ বিজয়ের হার না মানা সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে খুলনার জয় শিক্ষায় এবার সবচেয়ে বেশি বরাদ্দের চিন্তা সরকারের: অধ্যাপক আমিনুল ট্রাইব্যুনালে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনের হাজিরা ১৮ ফেব্রুয়ারি সিরিয়ায় গণকবরে প্রায় এক লাখ মরদেহের সন্ধান সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাবেন অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকরা

ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা অভ্যন্তরীণ রুটে ১০% ছাড় পাচ্ছেন

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাথে অংশীদার হয়ে ব্র্যাক ব্যাংক তার সকল কার্ডহোল্ডারদের বিশেষ ছাড় দিচ্ছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্র্যাক ব্যাংকের সকল ক্রেডিট এবং ডেবিট কার্ডহোল্ডাররা এখন ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে বিমানের বেস ভাড়ার উপর ১০% ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, কার্ডহোল্ডাররা কোলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর, কয়ালালামপুর, দোহা এবং মাসকট রুটে টিকিট কেনার জন্য বেস ভাড়াতে ৭% ছাড় পেতে পারেন। এজন্য কার্ডহোল্ডারকে কেবলমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মনোনীত বিক্রয় অফিস থেকে বিমানের টিকিট কিনতে হবে।
ছাড়ের অফারটি ৬ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত চলবে।

তবে, এয়ারলাইন্সের ‘ব্ল্যাকআউট’ সময়কালে এই ছাড়ের অফার কার্যকর হবে না। ব্ল্যাকআউটের সময়কাল হলো ২৯শে জুলাই থেকে ৪ঠা আগস্ট ২০২০, ২২শে অক্টোবর থেকে ২৭শে অক্টোবর, ২০২০ এবং ২৪শে ডিসেম্বর থেকে ৫ই জানয়ারী, ২০২১ পর্যন্ত।

ব্র্যাক ব্যাংকের সকল ডেবিট এবং ক্রেডিট কার্ডহোল্ডাররা ছাড়ের এই অফারটি নিতে পারেন। একজন কার্ডহোল্ডার সর্বাধিক চারটি টিকিট (পিতা-মাতা, স্ত্রী এবং শিশু) কিনতে পারবেন এবং এক্ষেত্রে কার্ডহোল্ডারকে অবশ্যই ভ্রমণকারীদের একজন হতে হবে। অন্যের জন্য টিকিট কেনার ক্ষেত্রে এই ছাড় ব্যবহার করা যাবে না। টিকিটগুলি অফেরতযোগ্য। তবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নীতি অনুযায়ী যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে।

বিস্তারিত জানতে, গ্রাহকরা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ‘১৩৬০৫’ অথবা ব্র্যাক ব্যাংকের ২৪-ঘন্টা কল সেন্টার ‘১৬২২১’ নাম্বারে কল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com