অনলাইন ডেস্ক : কাঞ্চনপুরে নেপালের ভূখণ্ডে স্থাপন করা ভারতের সীমান্ত পিলার গুড়িয়ে দিয়েছে নেপালের কংগ্রেস নেতা ও তার সমর্থকরা। খবর নেপাল২৪ এর।
বেলদান্দি মিউনিসিপালিটি এলাকায় ভারত ও নেপালের যৌথ জরিপ দলের মাধ্যমে বসানো হয়েছিল পিলারটি। কিন্তু কংগ্রেস নেতা ও তার সর্থকরা পিলারটি নেপালের ভূখণ্ডে বসানো হয়েছে দাবি করেই গুড়িয়ে দিয়েছে।
এই ঘটনার পর নেপালি কংগ্রেস নেতা বাহাদুর সিং থাপা, দিওয়ান বিস্টা ও জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যরা সেখানে যান। তারা যাওয়ার আগেই পিলারটি গুড়িয়ে দিয়ে চলে যায় বিক্ষুব্ধ সমর্থকরা।
এই ঘটনার পর নেপাল ও ভারতের যৌথ সীমান্ত জরিপ দল সভা ডেকেছে। বসায় উক্ত পিলারটি পুনরায় স্থাপন করার সিদ্ধান্ত হবে বলেই জানানো হয়েছে।