ক্রীড়া ডেস্ক : সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি হেমায়েত আহমেদ সিদ্দিকী আজ সোমবার (২০ জুলাই) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
কোয়াব তাদের শোক বার্তায় জানিয়েছে— ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হেমায়েত আহমেদ সিদ্দিকীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আমাদের ক্রিকেট পরিবার একজন অভিভাবককে হারালো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
হেমায়েত সিদ্দিকী ১৫ দিন আগে তার স্ত্রীকে হারান। স্ত্রী মারা যাওয়ার পর তিনদিন আগে স্ট্রোক করেন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন। আজ না ফেরার দেশে চলে গেলেন।
সাবেক এই ক্রিকেটার ঢাকা লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন। ১৯৭৫-৭৬ মৌসুমে তাদের হাত ধরে ভিক্টোরিয়া ঢাকা লিগে চ্যাম্পিয়নও হয়েছিল।
দুই দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ও লিস্ট এ ম্যাচ পরিচালনা করে আসছিলেন হেমায়েত। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শোক প্রকাশ করেছে। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।