আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারে কয়েকটি প্রতিষ্ঠান অনেকদূর এগিয়ে গেলেও ২০২১ সালের আগে টিকা পাওয়ার আশা করা উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েকটি টিকার তৃতীয় ট্রায়াল সফল হলেও তা বাজারে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান। খবর আল জাজিরার।
গতকাল বুধবার জেনেভায় সংবাদ সম্মেলনে রায়ান বলেন, ‘আমরা খুব ভাল কাজ করেছি। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে কয়েকটি টিকার। সেই ট্রায়ালের রিপোর্টও ভালোর দিকে। তবে তিন পর্যায়ের ট্রায়াল শেষ করে প্রথম টিকা আসতে আরও কিছু সময় লাগবে। ২০২১ সালের আগে সেটা সম্ভব নয়।
তিনি বলেন, টিকা শুধু ধনীদের জন্য নয়। টিকা বিতরণ করা হবে সামঞ্জস্য রেখে এবং সংহতিপূর্ণভাবে। পিছিয়ে পড়া দেশগুলোতে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
করোনা মোকাবিলায় বিশ্বে এখনও অবধি ১৪০ রকমের টিকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে ১৪টি টিকা পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে মানুষের শরীরে। এই দৌড়ে এগিয়ে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, যুক্তরাষ্ট্রের মোডার্না বায়োটেক, চীনের সিনোভ্যাক ফার্মাসিউটিক্যাল।