ক্রীড়া ডেস্ক: আজ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে ও টেস্ট অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।
খালেদ মাহমুদ সুজন একজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যান ছিলেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।
১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ও ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তার অভিষেক হয়।
ঘরোয়া ক্রিকেটে একজন অলরাউন্ডার হলেও, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বোলিংয়ে বেশি সাফল্য পান। ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। এই খেলায় তিনি ২৭ রান করেন ও ১০ ওভারে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন; এর জন্য তিনি ম্যাচসেরার পুরস্কার পান।
২০০৬ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। পরে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন।