ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, আসন্ন ঈদুল আযহার পর মাঠে ট্রেনিংয়ে ফিরবেন। ফিটনেস ট্রেনিংয়ের সাথে পুরোদমে স্কিল ট্রেনিংও শুরু করবেন।
গত ১৮ জুলাই থেকে ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। সেই তালিকায় মুশফিকসহ ছিলেন মিথুন, ইমরুল, শফিউল, শান্ত, মিরাজরা। জাতীয় দলের বাইরের সোহান, এনামুল, তাসকিন, খালেদ, নাসুম, মেহেদী ও রানারা যোগ দেন অনুশীলনে। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকেই পৃথক অনুশীলন করেছেন।
ঈদের পর ঐচ্ছিক অনুশীলনের দ্বিতীয় পর্বে যোগ দেবেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার। নিশ্চিতভাবেই সেই তালিকায় সবচেয়ে বড় নাম মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট দলপতি ঈদ করবেন ঢাকায়। ঈদের পরদিন কক্সবাজারে নিজ বাড়িতে যাবেন। সেখানে বাবা-মায়ের সঙ্গে ঈদ পালন করে ঢাকায় ফিরে অনুশীলনে যোগ দেবেন।
আজ বৃহস্পতিবার মুমিনুল বলেন,‘ঈদের পর অনুশীলনে যোগ দেব। এজন্য বিসিবিকে জানিয়েছি। বিসিবি অনুশীলনের সূচি দিলে সেভাবেই যোগ দেব।’ এর আগে সুযোগ থাকলেও করোনা ঝুঁকির কথা বিবেচনা করে অনুশীলনে যোগ দেননি মুমিনুল। তবে সতীর্থদের অনুশীলন চিত্র পাল্টে দিয়েছে মুমিনুলের ভাবনা। তারও বিশ্বাস জন্মেছে, স্বাস্থ্যবিধি মেনে চললে বাইরে অনুশীলন করা সম্ভব।
মুমিনুল বলেন, ‘আমি মনে করি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তবে স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করা যাবে। যদি পরিস্থিতি ভালো হয় বিসিবি অবশ্যই আমাদের মাঠে ফেরাবে, ম্যাচ খেলার সুযোগ করে দেবে। আমরা জানি না আগামী সপ্তাহে কিংবা ঈদের পর কি হবে, পরিস্থিতি কোন দিকে যায়…এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। ঐচ্ছিক অনুশীলন যারাই শুরু করবো প্রত্যেককে আইসিসির গাইডলাইন ফলো করতে হবে।