তথ্যপ্রযুক্তি ডেস্ক, সিটিজেন নিউজ: দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিজ্ঞদের নিয়ে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
আম্বার আইটির প্রধান নির্বাহী আমিনুল হাকিমের নেতৃত্বে ঘোষিত এ প্যানেলের নাম টিম ইউনাইটেড। আমিনুল হাকিম বর্তমান কমিটির সভাপতি। এছাড়া এ প্যানেলে আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদকসহ ৬ জন।
আগামী মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এ কমিটির মেয়াদ ২ বছর।
‘টিম ইউনাইটেড’ নামের এই প্যানেলে বর্তমান কমিটিতে আছেন বর্তমান সভাপতি আমিনুল হাকিম ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক। এছাড়া আছেন শুভ্র সরকার, রাশেদ আমিন বিদ্যুৎ, কামাল হোসেন, মইন উদ্দিন আহমেদ ও খন্দকার মুহাম্মদ আরিফ। নতুন দুজন হলেন চট্টগ্রামের সিটিজি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক জাহিন আনোয়ার ও ঢাকার কেএস নেওয়ার্কের প্রধান নাজমুল হক ভুঁইয়া।
প্যানেলের সদস্য সংখ্যা এবার ৯ জন। আইএসপিএবির গঠনতন্ত্র সংশোধন দুজন বাড়ানো হয়েছে। অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে চার জন প্রার্থী দেয়ার সুযোগ থাকলেও, এই ক্যাটাগরিতে প্যানেল থেকে কোনো প্রার্থী দিচ্ছে না টিম ইউনাইটেড।
ইন্টারনেট ব্যবসায়ীরা বলছেন, এই টিমে অভিজ্ঞ প্রার্থীর সংখ্যাই বেশি। পুরনোদের মধ্যে অভিজ্ঞদের নিয়েই টিম ইউনাইটেড প্যানেল তৈরি করা হয়েছে। প্যানেলেল নেতৃত্বে থাকা বর্তমান সভাপতি আমিনুল হাকিম প্রতিশ্রুতি দিয়েছেন, টিম ইউনাইটেড নির্বাচিত হলে আইএসপি শিল্পকে আইটি এনাবল সার্ভিসে রূপান্তর করা হবে।
তিনি জানান, দেশে আইএসপি লাইসেন্সের সংখ্যা বেড়ে গেছে। এনটিটিএন অপারেটরগুলোর একচেটিয়া ব্যবসা থেকে আইএসপি অপারেটরগুলোকে রক্ষার চেষ্টা করা হবে। পেশি শক্তির হাত থেকে আইএসপিএবির সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করা হবে।
বর্তমান কমিটির সাফল্যের কথা তুলে ধরে আমিনুল হাকিম বলেন, আইএসপি খাতের উন্নয়নে বর্তমান কমিটির সদস্যরা ব্যাপক অবদান রেখেছেন, যার মধ্যে এই খাতের ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টি অন্যতম।