নিউজ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে চলছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বৈঠকে দুর্যোগ মোকাবিলায় ২ হাজার ২০০ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতিসহ উদ্ধার সামগ্রী কেনার বিষয়ে আলোচনা হবে। অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রমের জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং সিটি করপোরেশনকে এসব সামগ্রী দেওয়া হবে। কোন দেশ থেকে কীভাবে সামগ্রীগুলো কেনা হবে, বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।
এছাড়া, বন্যাকবলিত এলাকার মানুষ, গৃহপালিত পশু-পাখি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের কাজে ব্যবহারের জন্য ৬০টি রেস্কিউ বোট তৈরি করার বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকে।