উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জবাবে মালয়েশিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৯ মার্চ) পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে খবর দেয় বার্তা সংস্থা এএফপি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, মার্কিন চাপে মালয়েশিয়া যে কাজ করেছে, এটা ক্ষমার অযোগ্য। যে নাগরিককে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়েছে, তিনি সিঙ্গাপুরে বৈধভাবেই ব্যবসা করছিলেন।
চার বছর আগে কুয়ালামপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে দু’দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কিম জং নামকে হত্যার আগ পর্যন্ত পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার অল্প কয়েকটি মিত্র দেশের মধ্যে একটি ছিল মালয়েশিয়া।
কুয়ালালামপুরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় নিষিদ্ধ নার্ভ এজেন্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। পরে দু’দেশের সম্পর্ক ঠাণ্ডাযুদ্ধের সময়কার মতো হয়ে যায়। কিন্তু পরে মালয়েশিয়া পিয়ংইংয়ে নিজেদের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিলে তা পূর্বাবস্থায় ফিরে এসেছিল।