শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

মমতাজউদদীন আহমদ সমাহিত হলেন বাবার পাশে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৩০২ বার পঠিত

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: খ্যাতিমান নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বজরাটেক কানারহাট গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও ২ আসনের এমপি আমিনুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এলাকাবাসী অংশ নেন।

এর আগে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়ে রাত পৌনে ৮টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ভোলাহাটে পৌঁছে।
মমতাজউদ্দীন আহমদ ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি ভারতের মালদা জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করলেও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় বসবাস শুরু করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি রোববার বিকেল ৩টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাট্যকলায় অনন্য অবদানের জন্য মমতাজউদ্দীন আহমদ ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com