নিউজ ডেস্ক : আফ্রিকার মোজাম্বিকে হ্নদরোগে আক্রান্ত হয়ে মো. নাজিম উদ্দিন (৪৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ১০টার সময় নামপুলা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রবাসীরা জানান, মো. নাজিম উদ্দিন মোজাম্বিকের ক্যাব দেলগাদো প্রদেশের বালামা সিটিতে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে ব্যবসা করে আসছিলেন। কিছুদিন আগে সে প্যারালাইজড হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তারা জানান, শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হলে তিনি বাংলাদেশে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সিদ্ধান্ত অনুযায়ী বিমানের টিকিটও করে ফেলে। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ তার ফ্লাইট বাতিল করে। পরে তাকে নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মোহাম্মাদ নাজিম উদ্দিনের দেশের বাড়ি চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলার, ছনুয়া ইউনিয়নে। তিনি দেশটির ক্যাব দেলগাদো প্রদেশের বালামা সিটি এলাকায় ব্যবসা করতেন বলে জানা গেছে।