বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুর মুরাইল বাজার থেকে এমদাদুল হক মিলন (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (০৪ জুলাই) বিকালে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাছুদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মুরাইল ভালতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে এমদাদুল হক মিলনের ডাক্তারি সনদ নেই। পড়াশোনা না করেই মুরাইল বাজারে ‘ফেরোজা চিকিৎসালয় অ্যান্ড এশা ডেন্টাল কেয়ার ফার্মেসিতে’ রোগী দেখে আসছিলেন তিনি। সাইনবোর্ড ও প্যাডে ডিগ্রিধারী চিকিৎসক উল্লেখ করে রোগীদের ব্যবস্থাপত্র দেন।
রবিবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা তার চেম্বারে অভিযান চালান। এ সময় এমদাদুল হক মিলন ডাক্তারি সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও মাছুদুর রহমান বলেন, ওই ব্যক্তির ভুল চিকিৎসায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।