বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৩টায় বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।
বাদ আসর বিএমএ ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, বিএমএ’র সহ-সভাপতি ডা. মো. জামাল উদ্দিন খলিফা, যুগ্ম মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদি পারভেজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান (বাবু), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আবুল হাশেম খান, আপ্যায়ন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. পূরবী রানী দেব নাথ, সমাজ কল্যাণ সম্পাদক ডা. সোহেল মাহমুদ সহ বিএমএ’র কেন্দ্রীয় কার্যকরী সদস্য ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া, ডা. মো. শহিদুল্লাহ শিকদার, ডা. এহসানুল কবির জগলুল, ডা. জহুরুল হক সাচ্চু, ডা. মো. জাবেদ ও কেন্দ্রীয় কাউন্সিলের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।