মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ঢাকায় জমি-ফ্ল্যাটওয়ালারা সবাই কালোটাকার মালিক: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৩০ বার পঠিত

ঢাকায় যাদের জায়গা, জমি ও ফ্ল্যাট আছে, তারা সবাই কালোটাকার মালিক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ জন্য সরকার ও সিস্টেমকে দায়ী করেন তিনি।

বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে, যে ফ্ল্যাট দুই কোটি টাকায় রেজিস্ট্রি হচ্ছে, সেই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা। ফলে সরকার বাড়তি রেজিস্ট্রেশন ফি পাচ্ছে না। এখানে টাকা হয়ে গেল কালোটাকা।

তিনি বলেন, ‘ঢাকায় যাদের জায়গা-জমি আছে, ফ্ল্যাট আছে সবাই কালোটাকার মালিক। এ জন্য সরকার দায়ী, আমাদের সিস্টেম দায়ী। যে জমি আজ গুলশান এলাকায় যে দামে রেজিস্ট্রি হচ্ছে, প্রকৃত মূল্য তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেই বেশি দামে রেজিস্ট্রি করা যায় না। প্রতিটা মৌজার জন্য দাম ঠিক করে দেয়া আছে, এর বেশি দাম দেখানো যায় না। সুতরাং যেটি পারা যাবে না, কালোটাকা তো সেখানেই হয়ে আছে। কে কালোটাকার বাইরে আছেন?’

তিনি বলেন, ‘যখন কালোটাকা দেশে নিয়ে আসার চেষ্টা করছি, তখন বলা হচ্ছে, কালোটাকা সাদা করাকে প্রশ্রয় দেয়া হচ্ছে। আমি বারবার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজলজ্জার কিছু নেই, সরকার এ জন্য দায়ী।’

অর্থমন্ত্রী বলেন, ‘পাচার করা টাকা যখন আসবে, আমরা মনে করি, তখন সেটার একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। বিভিন্ন শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হবে। এ প্রত্যাশায় আমরা সেদিকে নজর দিচ্ছি।’

পাচার করা টাকা নিয়ে চাপে আছেন কি না౼জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো চাপে নেই। আমি যেটি বলেছি, সেটি আমি করব। আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি না। আমি যখন রেমিট্যান্সের ওপর প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা ছিল যে টাকা আসবে না, কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এসেছে। শুধু আসেনি, রেকর্ড হয়েছে, যেটা কখনোই সম্ভব ছিল না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com