চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিন বাংলাদেশিসহ এ পর্যন্ত হজ করতে গিয়ে মক্কায় মোট ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বার্ধক্যজনিত কারণে তাদের সবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিন বাংলাদেশির মধ্যে একজনের বাড়ি জয়পুরহাটে। তার নাম মো. হেলাল উদ্দীন মোল্লা। বয়স ৬২ বছর। পাসপোর্ট নম্বর-ইই০৩৮৫৩৭৬। শুক্রবার (১৭ জুন) তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে, বৃহস্পতিবার (১৬ জুন) মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন। বয়স ৬৪ বছর। পাসপোর্ট নম্বর-ইএফ০৭৫৮০০৬।
এছাড়া গত ১১ জুন মারা যান চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। তার বয়স ৬০ বছর। পাসপোর্ট নম্বর-এ০১০১২২২৮।
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পবিত্র হজে সৌদি আরব গেছেন ১৮ হাজার ৪১ জন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৬৫৬ জন।
হজের উদ্দেশে বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছে ৪৮টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট ৫টি।
এছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে সার্ভিস সংখ্যা ৭ হাজার ১০৮টি, চিকিৎসা কেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ১ হাজার ২৭২টি, মোট ইস্যু করা ভিসা ছিল ৫৮ দশমিক ৬৮ শতাংশ। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৩ দশমিক ৯০ শতাংশ ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ছিল ৫৬ দশমিক ০৫ শতাংশ।
এক নজরে হজের আরও কিছু তথ্যঃ
• চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই (চাঁদ দেখার ওপর)
• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
• বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
• ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই।
• হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই।
• হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।