রাজধানীর উত্তরার কিংফিশার বার থেকে প্রায় সাড়ে ৫ হাজার অবৈধ দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালায় সংস্থাটি। এ সময় কাস্টমার ও বার কর্মচারীসহ প্রায় শতাধিক জনকে আটক করা হয়।
ডিবি জানায়, ছয়তলা একটি ভবনে দীর্ঘদিন ধরে বারটি চলছে। অভিযানে কিংফিশারের বারের তিনটি ফ্লোর থেকে ৫ হাজার ৪শ দেশি-বিদেশি মদের বোতল ও বিয়ার জব্দ করা হয়। বারের কর্তৃপক্ষ কোনো নির্ভরযোগ্য অনুমোদন দেখাতে পারেনি। বারটি থেকে শতাধিক মানুষকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।
শুধু মদ বিক্রি নয়, বারটিতে নারী নিয়ে অসামাজিক কার্যক্রমের অভিযোগের কথাও জানায় গোয়েন্দারা।
উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. আকরামুল হোসেন জানান, বার থেকে অসামাজিক কার্যক্রমে সংশ্লিষ্টতার সন্দেহে শতাধিক নারী-পুরুষকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।