বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছিলেন, এ ম্যাচে সেরা বোলিং লাইনআপ নিয়েই খেলবে বাংলাদেশ। বাংলাদেশের ‘সেরা’ সেই বোলিং লাইনআপে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের।
মুস্তাফিজ অবশ্য আগের ম্যাচেও খেলেননি। তিনি দলে জায়গা পাননি এই ম্যাচেও। এছাড়া তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ দলে ঢুকেছেন। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন আর ইবাদত হোসেন।
পরিবর্তন আছে পাকিস্তান দলেও। দলে এসেছেন মোহাম্মদ হাসনাইন। বাদ পড়েছেন শাহনেওয়াজ ধাহানি।
যদিও বুধবার নিউজিল্যান্ডের কাছে হারের পরই সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।