সোমবার দিবাগত রাতে আহমাদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় যুক্তরাষ্ট্র। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে প্রতিপক্ষকে।
বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে যুক্তরাষ্ট্র। নিজেদের সীমানা থেকে সেভাবে বেরই হতে পারছিল না ওয়েলস।
শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের ডেডলক ভাঙে ম্যাচের ৩৬তম মিনিটে। ডি-বক্সে দারুণ থ্রু বল বাড়ান ক্রিস্টিয়ান পুলিসিচ আর প্রথম ছোঁয়ায় সাইড ফুট শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড ওয়েহ।
কয়েক প্রজন্মের অপেক্ষা শেষে বিশ্বকাপে ফেরার ম্যাচে শুরুটা বিবর্ণ ছিল ওয়েলসের। তবে ম্যাচের ৮২ মিনিটে গ্যারেথ বেলর গোলে সমতা ফিরে আসে ম্যাচে। এছাড়া শুরুতেই নিজেদের ভুলে গোল খেতে বসেছিল ওয়েলস।
যুক্তরাষ্ট্রের হয়ে গোলটি করেন লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্টে জর্জ উইয়াহের ছেলে টিমোথি উইয়াহ।
এক সময়ের দাপুটে ফুটবলার ছিলেন আফ্রিকার লাইবেরিয়ার জর্জ উইয়াহ। একমাত্র আফ্রিকান ফুটবলার হিসেবে জিতেছেন ব্যালন ডি অর। তার ছেলে টিমোথি উইয়াহ এবার বিশ্বকাপে খেলছেন যুক্তরাষ্ট্রের হয়ে। প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে ওয়েলসের বিপক্ষে গোল করেন তিনি।