অমর একুশে ফেব্রুয়ারি আজ। ফুলেল শ্রদ্ধায় জাতি মহান একুশের ভাষাশহীদদের স্মরণ করছে। রাজধানীসহ সারাদেশের শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেসব শহীদের স্মরণে একুশের প্রথম প্রহরে জেগে উঠেছে শহীদ মিনার।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাজছিল অমর সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’।
এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগ। রাত ১২টার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খাইরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকরাও ফুল নিয়ে হাজির ছিলেন শহীদ মিনারে। শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্যরা, ভাষা সৈনিক, একাত্তরের সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে আসেন।
প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। রাজধানী ঢাকা ছাড়া দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি।
নরসিংদী
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে জেলা শহরের শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এরপর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য অধিদফতর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
মাদারীপুর
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদারীপুর সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান।
নোয়াখালী
মহান শহীদ দিবস উপলক্ষে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পিরোজপুর
সারাদেশের ন্যায় পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২ টা ১ মিনিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. সাইফুদ্দিন, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।
মেহেরপুর
মেহেরপুরে প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ সময় শামসুজ্জোহা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ অনেকে।
চুয়াডাঙ্গা
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলার সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সংগঠন। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সব শ্রেণি পেশার মানুষের ঢল নামে।
যশোর
যশোর শহরের পুরাতন কসবায় কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্হ নিবেদন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর যশোরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, জেলা আওয়ামী লীগ, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ছাত্রলীগ নেতৃবৃন্দ, যশোর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাতীয় পার্টি, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।
বাগেরহাট
একুশের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফেনী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফেনীতে শহীদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে একুশের প্রথম প্রহরে। মুহূর্তের মধ্যে পুরো শহীদ মিনার বেদী ফুলে ফুলে ভরে যায়।
নেত্রকোনা
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভাষা দিবসের প্রথম প্রহর উদযাপন করা হয় নেত্রকোনায়। বরাবরের মতো এবারও অমর একুশে ফেব্রুয়ারি আলোক প্রজ্বলনের মাধ্যমে দিবসের সূচনা করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। এ সময় প্যানেল মেয়র ও কাউন্সিলরসহ সকলেই উপস্থিত ছিলেন।
পঞ্চগড়
জেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। পরে একে একে জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করনে।
ঠাকুরগাঁও
একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন অর্পণ করেন।
এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে জাতীয় পার্টি, ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টসহ, সরকারি, বেসরকারি, সামাজিক সাংস্কৃতিকসহ অন্যান্য রাজনৈতিক দলের সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ সারিবদ্ধভাবে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।