বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ শেখ আহমদ নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার বেলা ১১টার দিকে হ্নীলা ইউপির মোছনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক হ্নীলা ইউপির লেদা ২৪ নম্বর ক্যাম্পের নতুন বি- ব্লক, পশ্চিম, এফসিএন নং- ২৫৫৮৫৯ এর বাসিন্দা মৃত জালাল আহমদের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল দক্ষিণ হ্নীলা মোছনীপাড়া টেকনাফ টু কক্সবাজারগামী রাস্তার পশ্চিম পার্শ্বে শাহ আজিজের নির্মণাধীন গ্যারেজের সামনে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক যুবকের দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি অবৈধ ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের লক্ষে অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com