বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনের পর এবার আগুনে পুড়েছে রাজধানীর নিউ সুপার মার্কেট। ঈদের আগে আগুনে পুড়েছে ব্যবসায়ী ও কর্মচারীদের স্বপ্ন-আশা। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন- নিউ সুপার মার্কেটের ভবনটিকে ২০১৬ সালেই ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
এদিকে আগুনে সব হারানো ব্যবসায়ীদের হাহাকারে ভারী হয়ে উঠেছে নিউ মার্কেট এলাকা।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন- ব্যবসায়ী সমিতির গাফিলতির কারণে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তারা বলছেন, মার্কেটে বিদ্যুতের লাইন ছিল অরক্ষিত। এছাড়া অগ্নিনির্বাপণের আধুনিক কোনো ব্যবস্থা ছিল না। কাপড়ের মার্কেট হিসেবে যে ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার দরকার ছিল, তেমনটা মার্কেটে ছিল না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। পুরো মার্কেটটি কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়ায় বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। এছাড়া বিজিবি, র্যাব ও পুলিশসহ বিভিন্ন সংস্থার কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।