রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের এমডি তারেক রহমানের দেশে আসা নিয়ে যা বললেন আইনজীবী জনগণের ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন ড. কামাল হোসেন বোর্ডার–গাভাস্কার ট্রফি: এমন হারের পর যা বললেন বুমরাহ ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, কয়েক রাজ্যে জরুরি অবস্থা নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখতে পাবেন : মহাপরিচালক ভোটার হালনাগাদে অনিয়ম-অবহেলা বরদাস্ত করা হবে না: ইসি রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের: সাকি গত ৩ নির্বাচনে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার: প্রধান উপদেষ্টা

তারেক রহমানের দেশে আসা নিয়ে যা বললেন আইনজীবী

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২ বার পঠিত

আদালত প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের আমল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে মানহানি, চাঁদাবাজিসহ অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৩৬টি মামলায় খালাস পেয়েছেন তিনি। এখনো ১৯টা মামলা বিচারাধীন আছে। এ বাস্তবতায় তিনি কবে দেশে ফিরেছেন? এ বিষয়ে তার আইনজীবীরা বলছেন, তারেক রহমানের দেশে আসা না আসা মামলার ওপর নির্ভর করছে না। তার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা আইনগতভাবে মোকাবিলা করা হচ্ছে। এ বিষয়ে তিনি আইনজীবীদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) শুনানির শুরুতেই রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, কিন্তু এই টাকা কোথায় গেছে তার কোনো উৎস মেলেনি। আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান, এটি সেই মামলা, যে মামলায় গ্রেফতার করে কোমরে হাড় ভেঙে ফেলা হয়েছিল তারেক রহমানের। পরে চার মামলা বাতিলের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

বিএনপির আইনজীবীরা বলছেন, আরও ১৮-১৯টি মামলা খারিজ হলে সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার ওপর তা নির্ভর করছে না।

তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কিছু মামলা হয়েছিল। যে মামলার এফআইঅরে তার নাম ছিল না। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যে এবং হেয়প্রতিপ্রন্ন করতে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো হাইকোর্ট স্টে করেন, পরে রুল ইস্যু করেন। কয়েকমাস আগে আমরা রুলের শুনানি করি এবং হাইকোর্ট মামলাগুলো বাতিল করে দেন। তবে রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে লিভ টু অপিল করে।’

তিনি আরও বলেন, ‘আজ দুপক্ষের শুনানি শেষে আপিল আবেদনটি খারিজ করে দেন। ফলে বাতিলের রায় কার্যকর থাকল। এই রায় থেকে প্রমাণিত হয় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এক এগারোরা সরকার এরপর শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা করেছিল।’

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com