সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাংলাদেশের বিদেশি কোচরা যত টাকা বেতন পান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৮০ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে দীর্ঘদিন ধরেই বিদেশিদের প্রাধান্য। শুধু জাতীয় দল নয়, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএলেও দলগুলোর কোচিংয়েও বিদেশিদের দেখা যায়। এমনকি মাঠের কিউরেটরের দায়িত্বেও আছেন বিদেশি।

এই বিদেশিদের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রতি মাসে বেশ বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়। যা জানলে যে কেউ অবাক হতে বাধ্য।

বর্তমানে জাতীয় দলে বিদেশি কোচিং স্টাফ রয়েছে সাতজন। তাদের মধ্যে সর্বোচ্চ বেতন পান টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। প্রতি মাসে রেকর্ড ৩২ হাজার ৫০০ ডলার বেতন নেন তিনি। ৩০ শতাংশ কর বাদ দিলে যা দাঁড়ায় ২৫ হাজার ডলারে, বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা।

মাসিক বেতনের পাশাপাশি বিসিবি থেকে আরো অনেক সুবিধা পেয়ে থাকেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া প্রবাসী এ লংকানের পেছনে বছরে বিমান ভাড়া বাবদ বরাদ্দ ২৫ লাখ টাকা। এছাড়া জাতীয় দল ম্যাচ জিতলে ‘উইনিং’ বোনাসও পেয়ে থাকেন তিনি। হাথুরুর ঢাকায় আবাসন ও পরিবহন সুবিধার খরচও বহন করে বিসিবি।

হাথুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান সহকারী কোচ নিক পোথাস। সদ্য নিয়োগপ্রাপ্ত টাইগারদের এই কোচ পান ১৮ হাজার ডলার বা ১৯ লাখ ৪২ হাজার ৬৯১ টাকা।

এদিকে টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে কাজ করা আরেক দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ড পান ১৬ হাজার ডলার বা ১৭ লাখ ২৬ হাজার ৮৩৬ টাকা। দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের বেতন ১০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ১০ লাখ ৭৯ হাজার টাকারও বেশি।

এছাড়া শেন ম্যাকডারমট ও নিকোলাস ট্রেভর লি প্রতি মাসে পেয়ে থাকেন ৮ হাজার ডলার করে এবং শ্রী চন্দ্রশেখরন পান ৫ হাজার ডলার। সবমিলিয়ে জাতীয় দলের কোচিং স্টাফের বেতনের পেছনে মাসে ৯৭ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৩ লাখ টাকা খরচ ক্রিকেট বোর্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com