নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ ব্যাংকক গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করবেন।
সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে TG-322 বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রওশন এরশাদকে বিমানবন্দর বিদায় জানান জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া। এ সময় রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ এমপি সেখানে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন দয়াল কুমার বড়ুয়া। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেতার সুস্থতার জন্য দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন উনাকে পরিপূর্ণ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনের মাঠে চষে বেড়াচ্ছেন দয়াল কুমার বড়ুয়া। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন এই আসনে একাধিক মতবিনিময় সভা করছেন। প্রতিটি মতবিনিময় সভায় এলাকার অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। দল মত নির্বিশেষে সকল মানুষের আস্থাভাজন হতে চেষ্টা করছেন এই মানবিক নেতা।