হোসাইন টাওয়ারের পাশে অবস্থিত এস.আর. টাওয়ার, নর্থ টাওয়ার, ও মাস্কট টাওয়ার। প্রতিটি ভবনে কার পার্কিং এর নিদিষ্ট জায়গা থাকলেও হোসাইন টাওয়ারে গাড়ি পার্কিং এর জায়গাটি এখন অবৈধ দখলদারদের দখলে। হোসেন টাওয়ারের সামনে মেইন রোডের পাশে গাড়ি পার্কিং করে রাখার কারণ জানতে চাইলে, ড্রাইভার এবং গাড়ীর মালিকগণ জানান হোসেন টাওয়ার এর গাড়ি পার্কিং এর জায়গাটি এখন দূর্বৃত্যদের দখলে, তাই তারা সেখানে গাড়ি রাখতে না পেরে রাস্তার পাশেই রাখতে বাধ্য হচ্ছে।
সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও রাজউকের অভিযানের মাধ্যমে জনস্বার্থে পার্কিং ব্যবস্থাটি উদ্ধার করা হয়। দোকান মালিকরা জানায় ধীরে ধীরে এই চক্রটি আবারো গত ২/৩ বৎসর যাবৎ জোর পূর্বক হোসাইন টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরটিকে সন্ত্রাসীদের আখড়া বানিয়ে অবৈধ দোকান নির্মাণ করে সেখানে বিভিন্ন প্রকার অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান রাজউকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে তারা সেখানে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি সর্ম্পকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২ এর অথরাইজড অফিসার জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ভবনের নিচ তলায় কার পার্কিং এর জায়গায় কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাদের নিকট পর্যাপ্ত জনবল ও পুলিশ না থাকার কারণে তারা দীর্ঘদিন হোসাইন টাওয়ারের কারপার্কিংটিতে অভিযান চালাতে পারেনি। তিনি আরো জানান যেহেতু বর্তমানে রাজউক উত্তরা জোন-২ এর মোবাইল কোট অভিযান অব্যাহত রয়েছে শিগ্রই তারা মোবাইল কোটের মাধ্যমে হোসাইন টাওয়ারে কার পার্কিং ব্যবস্থা উদ্ধার করে জনস্বার্থে ব্যবহারের ব্যবস্থা করবেন।