ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে গত ১২ নভেম্বর ঢাকায় পা রাখে বাংলাদেশ দল। এরপর থেকে বিশ্রামেই সময় কাটাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচে মাঠে নামছেন টাইগাররা।
আজ (শনিবার) এনসিএলের শেষ রাউন্ডের ম্যাচ খেলবেন বিশ্বকাপ দলে থাকা মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, হাসান মাহমুদ ও এনামুল হক বিজয়।
লাল বলের ফরম্যাটটিতে তারা যার যার বিভাগীয় দলের হয়ে খেলবেন। মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই মুশফিকদের এমন সিদ্ধান্ত।
বিশ্বকাপ চলাকালে যেসব ক্রিকেটাররা জাতীয় দলে ছিলেন, তারা ছিলেন টেস্ট খেলার বাইরে। তাই তাদের সুযোগ দিতেই জাতীয় লিগের শেষ রাউন্ডের সূচিতে বদল আনা হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শেষ রাউন্ড খেলার কথা ছিল ১৬ নভেম্বর থেকে, তবে এটি শুরু হচ্ছে আগামীকাল থেকে।
আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের কথা ভেবে জাতীয় লিগের শেষ দুই রাউন্ডের ম্যাচে খেলা হচ্ছে কুকাবুরা বল দিয়ে। জাতীয় লিগের প্রথম চার রাউন্ডের খেলা হয়েছে ডিউক বলে।