দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ আসনে নৌকা প্রতিকের আ.স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতিকের এস এম শাহাজাদা এবং পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতিকের মহিববুর রহমান।
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে ৮১৫০৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দীন তালুকদার ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৭৪ ভোট।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.স.ম ফিরোজ নৌকা প্রতীক নিয়ে ১২৪৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মহসিন হাওলাদার পেয়েছেন ২৯৫৮ ভোট।
পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম শাহজাদা নৌকা প্রতীক নিয়ে ৯৪৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন ঈগল প্রতিকে ৫৯২৪ ভোট পেয়েছেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের মো. মহিববুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৫৬২৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৪২০।