তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে যোগ্য মনে করেছেন। সেজন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি যে পদেই থাকি না কেন, মূল যুদ্ধ তো আসলে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে। পাশাপাশি গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।
আওয়ামী লীগের বিজয়ী এই সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েই তিনি আগের মতো মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তির বিপক্ষে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
মোহাম্মদ এ আরাফাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।