মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বড় হচ্ছে মন্ত্রিসভা: শুক্রবার সন্ধ্যায় শপথ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার আকার আরো বাড়ানো হচ্ছে। বর্ধিত মন্ত্রিসভার নতুন সদস্যরা শুক্রবার সন্ধ্যায় বঙ্গবভনে শপথ গ্রহণ করবেন।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন সূচি থেকে এ তথ্য জানা গেছে।

সূচিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের কথা উল্লেখ রয়েছে।

বুধবার শপথ গ্রহণ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন নির্বাচিত সংসদ সদস্য। তাদের মধ্যে আওয়ামী লীগের ৪৮ জন ও জাতীয় পার্টির দুজন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৮ থেকে ১০ জন নতুন যুক্ত হতে পারেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগও। ১০ থেকে ১২টি গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদফতরকে (পরিবহন পুল) চাহিদাও দেওয়া হয়েছে।

গত ১১ জানুয়ারি শপথ নেন দ্বাদশ জাতীয় সংসদের ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বর্তমান মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com